ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত রোগীর খুমেক হাসপাতালে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, আগস্ট ১৩, ২০১৯
ডেঙ্গু আক্রান্ত রোগীর খুমেক হাসপাতালে মৃত্যু মশার সংগৃহীত ছবি

খুলনা: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল নামে এক ডেঙ্গু রোগী মারা গেছেন।

সোমবার (১২ আগস্ট) বিকেলে ওই রোগী মারা যান বলে মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে জানান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. পার্থ প্রতিম দেবনাথ।  

তিনি জানান, রাসেল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ি গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে।

তিনি ঢাকার রমনা পার্কে পরিচ্ছন্নকর্মীর কাজ করতেন। ডেঙ্গু জ্বর নিয়ে সম্প্রতি গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি হন। এরপর সেখান থেকে গত রোববার (১১ আগস্ট) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল আসেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মারা যান।

খুলনার সিভিল সার্জন ডাক্তার এ এস এম আব্দুর রাজ্জাক জানিয়েছেন, খুলনায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৪৭ জন। এর মধ্যে ৩০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন ১৪২ জন। এই ১৪২ জনের মধ্যে নতুন রোগী ১৭ জন। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন ৪ জন

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।