ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

বিএসএমএমইউ’তে প্রশাসন-ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, মার্চ ৫, ২০১৬
বিএসএমএমইউ’তে প্রশাসন-ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় চেয়ারম্যানদের জন্য “প্রশাসন ও ব্যবস্থাপনার উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়।



মানব সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত জন করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (মানব সম্পদ ও উন্নয়ন) ডা. মো. জামাল উদ্দিন খলিফা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।