ঢাকা, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, জুন ১৩, ২০১৫
বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি

ঢাকা: বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি করেছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ।

শনিবার (১৩ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পরিষদের আহ্বায়ক ডা. ফয়জুল হাকিম এ দাবি জানান।



২০১৫-১৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ওষুধের ওপর বাড়তি মূল্য সংযোজন কর (মূসক) আরোপ, অস্ত্রোপচারে ব্যবহৃত বিভিন্ন সার্জিক্যাল পণ্যের আমদানি শুল্ক বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, প্রাইভেট হাসপাতাল মালিক আর ওষুধ কোম্পানিগুলোর মুনাফার জন্যই কেবল এ কাজ করা হয়েছে।

ডা. ফয়জুল হাকিম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জনপ্রতি বার্ষিক স্বাস্থ্যসেবা বাবদ যেখানে ৫৪ ডলার সরকারিভাবে ব্যয় প্রয়োজন সেখানে বাংলাদেশ সরকার খরচ দিচ্ছে মাত্র ৯ ডলার। এর ফলে সাধারণ জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

‘আর এ জন্য বাজেটে স্বাস্থ্যখাতে অর্থ বাড়ানোর প্রতি জোর দিচ্ছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ’- বলেন তিনি।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।