ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

রাজশাহীতে শিশু স্বাস্থ্য বিষয়ে আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, মে ৪, ২০১৫
রাজশাহীতে শিশু স্বাস্থ্য বিষয়ে আলোচনা

রাজশাহী: ‘শিশু স্বাস্থ্য এখনই’ প্রচারণা অভিযান-২০১৫ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ মে) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে দুর্জয় শিশু ফোরামের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সহযোগিতায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্জয় শিশু ফোরামের সভাপতি নারজু খাতুন।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে তুলে ধরা হয়- স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টিখাতে বিশেষ করে শিশু ও মাতৃ স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, পুষ্টি কার্যক্রম অধিকতর গুরুত্ব, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র এডিপি ম্যানেজার ডায়মন্ড জেড ঘাগরা, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার দেবাশীষ স্নাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কাউসার, কৃষি কর্মকর্তা গোলাম সাকলাইন মেঘনা শিশু ফোরামের সভাপতি নওশিন জাহান প্রমি।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।