ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

স্বাস্থ্য

মৌলভীবাজারে বিশ্ব পানি দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, মার্চ ২২, ২০১৫
মৌলভীবাজারে বিশ্ব পানি দিবস পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: টেকসই উন্নয়নে পর্যাপ্ত পানি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।

রোববার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সোহরাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ম্যাক বাংলাদেশ নির্বাহী পরিচালক এম এ হামিদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদ ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা জহুরা আলা উদ্দিন প্রমুখ।

পানি দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো জসিম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।