ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

অপুষ্টিতে সিলেট-চট্টগ্রাম, ভালো আছে বরিশাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৯, নভেম্বর ৩০, ২০১৪
অপুষ্টিতে সিলেট-চট্টগ্রাম, ভালো আছে বরিশাল ছবি: জাহিদুল ইসলাম / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের সবচেয়ে পুষ্টিহীন অঞ্চল সিলেট বিভাগ, আর পুষ্টিপ্রাপ্তির দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে আছে বরিশাল।

পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত ‘বাংলাদেশ আন্ডারনিউট্রিশন ম্যাপ-২০১২’-তে এ চিত্র দেখা গেছে।



রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে দেশের অপুষ্টির হালচাল নিয়ে এ চিত্র প্রকাশ করা হয়। চিত্র প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) ও ইনভেস্টিং ইন রুরাল পিপলের সহযোগিতায় এ চিত্র প্রকাশ করে পরিসংখ্যান ব্যুরো।

চিত্রে দেখা যায়, অপুষ্টির দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম বিভাগ।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রামাঞ্চলে ৯০টির মতো প্রকল্প চালু করেছে। আমরা আশা করছি, ২০৩০ সালের মধ্যে উন্নত দেশের মতো বাংলাদেশেও পুষ্টিহীনতা ৫ ভাগে নামি ‍আনা সম্ভব হবে।

পরিসংখ্যান ব্যুরোর সচিব সুরাইয়া বেগম বলেন, দারিদ্র্যের সঙ্গে পুষ্টিহীনতার কোনো সম্পর্ক নেই। আম‍াদের অনেক অর্জনের মধ্যে পুষ্টিহীনতা একটি কালো দাগ হিসেবে এখনও রয়ে গেছে। সাধারণত খাদ্যাভ্যাসের কারণেই পুষ্টিহীনতা হয়ে থাকে।

তিনি বলেন, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের ধর্মীয় গোঁড়ামি নারীদের অনেক সামাজিক কর্মসূচি থেকে বাইরে রাখে। আমরা সাধারণত সমাজের স্বাভাবিক কার্যক্রমের সঙ্গে ভালো গুণগুলো শিখে থাকি। সেইসব ক্ষেত্রে ওই অঞ্চলের নারীরা দূরে থাকায় সেখানে পুষ্টিহীনতার সংখ্যা বেড়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।