ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

নেত্রকোনায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালি-আলোচনা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, এপ্রিল ৭, ২০১৩
নেত্রকোনায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালি-আলোচনা

নেত্রকোনা: “রক্ত চাপ নিয়ন্ত্রণে যার, নিরাপদ জীবন তার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বিভিন্ন এনজিও’র সহযোগিতায় নেত্রকোনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে রোববার সকাল ১০টার দিকে ছোটবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

র‌্যালির নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন ডা. সাহিদ উদ্দিন আহম্মেদ স্বপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুন নাহার মান্নু। র‌্যালিতে ডাক্তার, নার্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

পরে ইপিআই ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. সাহিদ উদ্দিন আহম্মেদ স্বপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ডেপুটি সিভিল সার্জন ডা. বিজন কান্তি রায়, প্রবীণ চিকিৎসক ডা. এমএ হামিদ খান, শিশু বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলাম ফকির, ব্র্যাক প্রতিনিধি মিজানুর রহমান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা,এপ্রিল ০৭, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।