ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

ক্যালোরি পোড়াতে যেভাবে হাঁটবেন

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৮, জুলাই ১৬, ২০২৫
ক্যালোরি পোড়াতে যেভাবে হাঁটবেন সুস্থ থাকতে চাইলে হাঁটুন।

হাঁটলে সারা শরীরের ব্যায়াম হয় এই কথা আমরা সবাই জানি। খোলা হাওয়ায় হাঁটলে মন ভালো হয়।

পায়ের পেশি মজবুত হয়, হৃদযন্ত্র ভালো থাকে। তবে সেই হাঁটার সঙ্গে স্বাভাবিক ছন্দে হাঁটার তফাৎ রয়েছে।  

খেয়ে উঠে হেলতে-দুলতে বাড়ি থেকে বাসস্ট্যান্ডে যাওয়া কিংবা বাস থেকে নেমে অফিসে ঢোকা পর্যন্ত যেটুকু হাঁটা হয়, তা ক্যালোরি পোড়ানোর জন্য যথেষ্ট নয়। ঠিক কীভাবে হাঁটলে, কতটা হাঁটলে ওজন বশে থাকবে? হাঁটারও কিন্তু রকমভেদ হয়। শরীরচর্চার লক্ষ্য ঠিক করে, বুঝে নিতে হবে কোন পদ্ধতির হাঁটায় আপনার লাভ।

পাওয়ার ওয়াকিং

স্বাভাবিক গতির চেয়ে দ্রুত গতিতে হাঁটার নাম হলো ‘পাওয়ার ওয়াকিং’। অর্থাৎ, এমন ভাবে হাঁটতে হবে যেন হার্ট রেট বা হৃদ্‌স্পন্দন বেড়ে যায়। তবেই ক্যালোরি ঝরবে। একটানা এভাবে হাঁটলে অনেক সময়ে শ্বাস নিতে কষ্ট হতে পারে। তাতে ভয় পাওয়ার কিছু নেই।

ইনক্লায়িং ওয়াকিং

পাহাড়ি বা খাড়াই পথে হাঁটা বা ‘ইনক্লায়িং ওয়াক’ দ্রুত ক্যালোরি ঝরাতে সাহায্য করে। পায়ের বা ঊরুর পেশির গঠন মজবুত করতেও সাহায্য করে।

ইন্টারভাল ওয়াকিং

একটানা দ্রুত গতিতে হাঁটলেন মিনিট চারেক। তার পর হাঁটার গতি কমিয়ে দিলেন। মিনিট দুয়েক এভাবে হাঁটলেন। শরীরের অবস্থা বুঝে আবার গতি বাড়িয়ে দিলেন। এভাবে হাঁটলেও কিন্তু ক্যালোরি পোড়ে। ওজন নিয়ন্ত্রণে থাকে।

হাঁটলে এন্ডরফিন নামে হরমোনের ক্ষরণ বেড়ে যায়। মেজাজ ভালো রাখতে এই হরমোন সাহায্য করে বলে একে ‘হ্যাপি হরমোন’ বলা হয়। এজন্য সুস্থ থাকতে চাইলে হাঁটুন।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।