ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

হিকমাহ আই হাসপাতালের ফ্রি আই ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, অক্টোবর ১৭, ২০২৩
হিকমাহ আই হাসপাতালের ফ্রি আই ক্যাম্প

ঢাকা: বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ফ্রি আই ক্যাম্পের আয়োজন করেছে হিকমাহ আই হাসপাতাল।  

মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর মালিবাগ শহীদ ফারুক ইকবাল বালিকা বিদ্যালয়ে বিশেষজ্ঞ চোখের ডাক্তার প্রায় এক হাজার ২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। পাশাপাশি বিনামূল্যে চোখের বিভিন্ন ড্রপ, ওষুধ এবং গরিব-অসহায় রোগীদের চোখের ছানির চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও সব পরীক্ষা-নিরীক্ষায় ৪০ শতাংশ ছাড় দেয় প্রতিষ্ঠানটি।  

ফ্রি আই ক্যাম্প আয়োজনে হাসপাতালের চেয়ারম্যান ডা. সিরাজুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩ 
আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।