কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তানহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
তানহা জেলার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের মোকলেস উদ্দিনের মেয়ে।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পিযূস কুমার সাহা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ওই শিশুকে মিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার সকালে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে সকাল ১০টার দিকে শিশুটির মৃত্যু হয়।
শুক্রবার সকাল পর্যন্ত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।
২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, কুষ্টিয়ায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
শুক্রবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩০ জন রোগী ভর্তি ছিলেন। ২৪ ঘণ্টার ব্যবধানে ভর্তি হয়েছেন আরও ১২ জন।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩
এসআরএস


