ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

বায়ার্নের হয়ে ৩০০ গোলের মাইলফলকে লেভান্ডভস্কি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, আগস্ট ২৯, ২০২১
বায়ার্নের হয়ে ৩০০ গোলের মাইলফলকে লেভান্ডভস্কি

রবার্ট লেভান্ডভস্কির হ্যাটট্রিকে জামার্ন বুন্দেসলিগার ম্যাচে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। হার্থা বার্লিনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

হ্যাটট্রিকের পাশাপাশি বায়ার্ন মিউনিখের হয়ে ৩০০ গোলের মাইলফলকও অর্জন করলেন লেভান্ডভস্কি। বায়ার্নের হয়ে এখন তার গোলসংখ্যা ৩০১টি। এই গোলগুলো করতে পোলিশ তারকার লেগেছে ৩৩৩টি ম্যাচ। গতরাতের ম্যাচে ৩৫, ৭০ ও ৮৪তম মিনিটে গোলগুলো করেন লেভান্ডভস্কি। বাকি দুই গোল করেন টমাস মুলার ও জামাল মুসিয়ালা।

বড় জয়ের পরও বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে পারেনি বায়ার্ন। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে বায়ার লেভারকুসেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।