ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

বাংলাদেশ পুলিশকে হারিয়ে শেখ জামালের টানা জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, আগস্ট ১৬, ২০২১
বাংলাদেশ পুলিশকে হারিয়ে শেখ জামালের টানা জয় ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৩তম দিনে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় লাভ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এনিয়ে টানা দুই জয় পেল দলটি।

পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ক্লাবটির হয়ে গোল পান সুলেইমান সিল্লাহ। অপর গোলটি আত্মঘাতীভাবে করে বসেন বাংলাদেশ পুলিশের ডিফেন্ডার জাহাঙ্গীর আলম সজীব।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের শুরুতেই মুরোলিমঝোন আখমেদোভের গোলে ১৯ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ। এম. জুয়েলের পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের জল খুঁজে পান কিরগিজস্তানের এ মিডফিল্ডার। কিন্তু ঠিক ৩ মিনিট পর বাংলাদেশ পুলিশ ডিফেন্ডার সজীবের আত্মঘাতী গোলে সমতায় ফেরে শেখ জামাল।

৩৮ মিনিটে সুলেইমান সিল্লাহ’র গোলে এগিয়ে যায় শেখ জামাল। এ ভালিদজানোবের পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান গাম্বিয়ান এ ফরোয়ার্ড।

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা করলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ পুলিশ। অপরদিকে শেখ জামালও আর কোনো গোল না পেলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লাবটি।

এ জয়ে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে শেখ জামাল। অপরদিকে সমপরিমান ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।