ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফুটবল

পুলিশের টানা দ্বিতীয় জয়, রহমতগঞ্জের প্রথম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, জানুয়ারি ৩১, ২০২১
পুলিশের টানা দ্বিতীয় জয়, রহমতগঞ্জের প্রথম ছবি: শোয়েব মিথুন

ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। দিনের আরেক ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে জয়ের দেখা পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

প্রিমিয়ার লিগে সৈয়দ গোলাম জিলানীর দলের এটাই প্রথম জয়।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ৩-১ গোলে জিতেছে পুলিশ এফসি। এর আগে টানা দুই হারের পর উত্তর বারিধারাকে হারিয়েছিল তারা।

ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে যায় পুলিশ এফসি। এমএস বাবলুর ক্রসে আলতো টোকায় জাল খুঁজে নেন বাল্লো ফামুসা। এরপর ২৩তম মিনিটে  
ব্রাদার্সের সমতায় ফেরানো গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সিও জুনাপিও।

বিরতির ঠিক আগে মুরোলিমজন আখমেদভের কর্নারে দারুণ এক প্লেসিং শটে ল্যান্সিং তোরে পুলিশকে এগিয়ে নেন। ৭০তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড ফামুসা।

দিনের অন্য ম্যাচে উত্তর বারিধারাকে ৩-১ গোলে হারিয়ে চলতি আসরে প্রথম জয় তুলে নিয়েছে রহমতগঞ্জ। ড্র দিয়ে লিগ শুরু করা রহমতগঞ্জ এরপর ৩ ম্যাচে হেরে গিয়েছিল। আর উত্তর বারিধারার এটি চার ম্যাচে তৃতীয় হার।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।