ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

ইতালিয়ান ক্লাব জেনোয়ার ১৪ সদস্য করোনা আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, সেপ্টেম্বর ২৯, ২০২০
ইতালিয়ান ক্লাব জেনোয়ার ১৪ সদস্য করোনা আক্রান্ত জেনোয়া

সামনে তোরিনোর বিপক্ষে ম্যাচ। কিন্তু তার আগে বড় দুশ্চিন্তায় দিন পার করছে ইতালিয়ান ক্লাব ‍জেনোয়া।

মূল দলের খেলোয়াড় ও কর্মকর্তাসহ মোট ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে জেনোয়ার। সোমবার (২৮ সেপ্টেম্বর) এই ঘোষণা দেয় চলতি মৌসুমের সিরি’আ লিগে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে থাকা ক্লাবটি।

জেনোয়া এক বিবৃতিতে জানায়, সোমবারের করোনা পরীক্ষায় তাদের খেলোয়াড় ও কর্মকর্তাসহ মোট ১৪ জন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

ভবিষ্যতের কথা চিন্তা করে ইতোমধ্যে প্রটোকল অনুযায়ী সব ব্যবস্থা হাতে নিয়েছে ক্লাবটি।  
রোববার (২৭ সেপ্টেম্বর) সিরি’আ লিগে নাপোলির মাঠে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর জেনোয়ার সবাই করোনা পরীক্ষা দেয়। পরেরদিন ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।