ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

দাপুটে জয়ে মৌসুম শুরু চেলসির

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪, সেপ্টেম্বর ১৫, ২০২০
দাপুটে জয়ে মৌসুম শুরু চেলসির .

চলতি মৌসুম শুরুর আগে দল-বদলের বাজারে ব্যস্ত সময় কাটিয়েছেন চেলসির প্রধান কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আয়াক্স থেকে হাকিম জিয়াচ, লিপজিগ থেকে টিমো ওয়ার্নার এবং শেষদিকে তার জার্মান সতীর্থ বেয়ার লেভারকুসেন তারকা কাই হাভাৎর্জকে স্টামফোর্ড ব্রিজে এনেছে ব্লুজরা।

 

ফলটাও হাতেনাতে পাচ্ছে চেলসি। ২০০ মিলিয়ন পাউন্ড খরচের শুরুটা দাপুটে জয় দিয়ে করেছে ল্যাম্পার্ডের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২০/২১ মৌসুমে নিজেদের প্রথম ব্রাইটনের মাঠে ৩-১ গোলের জয় পেয়েছে ব্লুজরা।  

ম্যাচের ২৩তম মিনিটে জোর্গিনহোর পেনাল্টি থেকে এগিয়ে যায় চেলসি। তবে দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ৫৪তম মিনিটে ল্যাম্পটির পাস থেকে ব্রাইটনকে সমতায় ফেরান ট্রোসার্ড। তবে এর ২ মিনিট পরেই ফের এগিয়ে যায় চেলসি। জোর্গিনহোর পাস থেকে জেমস বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। ৬৬তম মিনিটে জেমসের পাস থেকে ব্যবধানটা ৩-১ করেন জোমা।  

প্রথম জয়ে ৩ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে চেলসি। ব্লুজরা পরের ম্যাচে নিজেদের মাঠে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুলের।  

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।