ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজ একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। মর্মান্তিক এই ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশের শীর্ষ দুটি ক্রীড়া সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি বাংলাদেশ কাবাডি ফেডারেশনও এক বিবৃতিতে শোক জানিয়েছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এক বিবৃতিতে বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবার এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করছি। ’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক পৃথক শোকবার্তায় জানায়, ‘ঢাকার মাইলস্টোন কলেজের কাছে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে বিসিবি। নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য আমাদের প্রার্থনা রইল। ’
এদিকে বাংলাদেশ কাবাডি ফেডারেশন তাদের প্রতিক্রিয়ায় জানায়, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় যেসব অমূল্য প্রাণ ঝরে গেল, বিশেষ করে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত ও স্তম্ভিত। ’
এআর/আরইউ