ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

ফুটবল

প্রিমিয়ার লিগে এক দিনে তিন হ্যাটট্রিক

চ্যাম্পিয়ন মোহামেডান, রানার্সআপ আবাহনী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৮, মে ২৭, ২০২৫
চ্যাম্পিয়ন মোহামেডান, রানার্সআপ আবাহনী জার্সি তুলে ধরে উদযাপন মুরসালিনের

এবারের আসরে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। এই প্রথমবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে তারা।

আজ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড।  

অন্যদিকে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবার প্রথমবারের মতো তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করলো বসুন্ধরা কিংস।

আজ প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিন খেলোয়াড়— বসুন্ধরা কিংসের শেখ মোরসালিন, মোহামেডানের সুলেমান দিয়াবাতে এবং রহমতগঞ্জের স্যামুয়েল বোয়েটেং।

শেষ দিনে রানার্সআপ হতে আবাহনীর দরকার ছিল একটি ড্র। তবে শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা। এক মৌসুম পর ফের রানার্সআপ ট্রফি নিশ্চিত করলো আকাশী-নীল জার্সিধারীরা।

আজ কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ২৫তম মিনিটে আসাদুজ্জামান বাবলু দলকে এগিয়ে নেওয়ার পর লিড দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগুস্তো। নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে ব্রাদার্সের জালে শেষবারের মতো বল পাঠান মিরাজুল ইসলাম।

অন্য ম্যাচে ঘরের মাঠে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। শেষ দিনে রানার্সআপ হতে তাদের জিততে হতো এবং একই সঙ্গে আবাহনীর হার প্রয়োজন ছিল। গত মৌসুমের ট্রেবল জয়ীরা জিতেছে বড় ব্যবধানে—ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে ৫-৩ গোলে। একবার করে গোল করেন জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব হোসেন এবং মিডফিল্ডার রাব্বী হোসেন রাহুল। হ্যাটট্রিক করেন স্ট্রাইকার শেখ মোরসালিন। মৌসুমে কিংসের হয়ে এর আগে হ্যাটট্রিক করেছিলেন রাকিব।

বড় জয়ের পরও আবাহনীর সঙ্গে দুই পয়েন্টের ব্যবধান থেকেই গেলো কিংসের। তিন ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হওয়া মোহামেডানের পয়েন্ট ৪২, আবাহনীর ৩৫ এবং কিংসের ৩২। তালিকার চারে থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির পয়েন্ট ৩০।

বিপিএলে আজ মোট হ্যাটট্রিক হয়েছে তিনটি। মৌসুমের শেষ রাউন্ডের আগে যেখানে মোট হ্যাটট্রিক ছিল মাত্র দুটি। ডাবল হ্যাটট্রিকসহ ৬ গোল করেছিলেন রহমতগঞ্জের স্যামুয়েল বোয়েটেং। এ বছরের জানুয়ারিতে ওয়ান্ডারার্সের বিপক্ষে ৬-১ গোলে জেতা ম্যাচে সবগুলো গোলই করেন ঘানার এই ফরোয়ার্ড। এরপর এ মাসেই ফকিরেরপুল ইয়াংমেন্সের বিপক্ষে ৭-১ গোলে জেতা ম্যাচে টানা চার গোল করেন রাকিব।

শেষ দিনে মোরসালিনের পাশাপাশি হ্যাটট্রিক করেছেন মোহামেডানের ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। ফকিরেরপুলের বিপক্ষে দল জিতেছে ৬-১ ব্যবধানে। এর মধ্যে টানা চার গোলসহ মোট ৫ গোল করেন মোহামেডানের মালিয়ান এই ফরোয়ার্ড। আরেকটি হ্যাটট্রিক এসেছে স্যামুয়েল বোয়েটেংয়ের পা থেকে—বাংলাদেশ পুলিশ এফসিকে রহমতগঞ্জ হারিয়েছে ৪-১ ব্যবধানে। ম্যাচের ৯, ৫৫ এবং ৭৯তম মিনিটে তিন গোল করেন ঘানার এই ফরোয়ার্ড। লিগের একমাত্র খেলোয়াড় তিনিই, যিনি একাধিক হ্যাটট্রিক করলেন।

এই মৌসুমে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে স্যামুয়েল বোয়েটেংয়ের সঙ্গে ছিলেন মোহামেডানের দিয়াবাতে। শেষ দিনে বোয়েটেংকে ধরে ফেলেছেন মোহামেডানের অধিনায়ক। দুজনের গোলই ১৯টি করে। লিগের ১৮তম রাউন্ডের আগে বোয়েটেং দুই গোল এগিয়ে ছিলেন। তবে শেষ দিনে একাই পাঁচ গোল করেন দিয়াবাতে। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক অবশ্য বোয়েটেংয়ের চেয়ে দুই ম্যাচ কম খেলেছেন।

আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিন ফর্টিস এফসির মোকাবিলা করবে চট্টগ্রাম আবাহনী। এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে ২০২৪-২৫ মৌসুম।

এআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।