আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজা চৌধুরী লাল-সবুজ জার্সিতে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামবেন ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, এই বহুল প্রতীক্ষিত ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে টিকিফাই (tickify.live) ওয়েবসাইটে। ২৪ মে, দুপুর ১২টা থেকে যে কেউ জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবেন।
মোট ১০ ক্যাটাগরিতে বিক্রি হবে টিকিট, যার মধ্যে প্রেসিডেন্সিয়াল বক্স কেবল ফেডারেশনের সভাপতির জন্য বরাদ্দ। এর বাইরে হসপিটালিটি বক্স ও কর্পোরেট বক্স এর টিকিটের মুল্য ৫ হাজার টাকা করে। ভিআইপি-১ রেড বক্স টিকিটের দাম ৪ হাজার টাকা ধার্য্য করা হয়েছে, ভিআইপি-২ ও ভিআইপি-৩ এর টিকিটের মূল্য সামন ২৫ শ টাকা করে।
এছাড়া স্কাইভিউ ৩ হাজার, ক্লাব হাউজ-১ এর মূল্য ২৫ শ, ক্লাব হাউজ-২ এর টিকিট বিক্রি হবে ২ হাজার টাকায়। আর সাধারণ গ্যালারির টিকিটের প্রতিটির দাম ধরা হয়েছে ৪ শ টাকা।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে স্টেডিয়ামের নিয়ন্ত্রণ বুঝে নিয়ে, আন্তর্জাতিক মান বজায় রেখে প্রস্তুতি সম্পন্ন করছে বাফুফে। একই সঙ্গে টেলিকম কোম্পানি রবি তাদের গ্রাহকদের জন্য বিশেষ টিকিট সুবিধাও চালু করতে যাচ্ছে।
এআর/এমএইচএম