শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার পর ঢাকা মোহামেডান ফুটবল ক্লাবের জয়ের ধারায় ছেদ পড়ল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির দুর্দান্ত পারফরম্যান্সে। লিগের শেষ দিকের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে রহমতগঞ্জ ৪-৩ গোলে হারিয়েছে সদ্য চ্যাম্পিয়ন হওয়া মোহামেডানকে।
কুমিল্লায় গতকাল ম্যাচটি শুরুতেই বাধার সম্মুখীন হয়। বৈরী আবহাওয়া ও অনুপযুক্ত মাঠের কারণে খেলা স্থগিত হয়ে যায় ম্যাচের ১৮ মিনিটে, তখন স্কোরলাইন ছিল মোহামেডান ২, রহমতগঞ্জ ১। আজ দুপুর ১টা ১৯ মিনিটে পুনরায় খেলা শুরু হলে বাকি ৭২ মিনিটে রহমতগঞ্জ আরও তিনটি গোল করে। মোহামেডান পাল্টা দিতে পেরেছে মাত্র একটি গোল।
রহমতগঞ্জের হয়ে ম্যাচে হ্যাটট্রিক করেন ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং। তিনি চলতি লিগে একটি ম্যাচে পাঁচ গোল করার কীর্তিও গড়েছেন। অন্যদিকে মোহামেডানের হয়ে অধিনায়ক সুলেমান দিয়াবাতে দুটি ও নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে একটি গোল করেন।
মোহামেডানের এটি চলতি লিগে দ্বিতীয় পরাজয়। প্রথম লেগে ফকিরেরপুলের বিপক্ষে ও দ্বিতীয় লেগে আবাহনী এবং ফর্টিসের বিপক্ষে ড্র করে তারা। এখন পর্যন্ত ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট।
অন্যদিকে রহমতগঞ্জ এই জয়ে ২৬ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে কিংস, যাদের পয়েন্ট ২৮। আবাহনীরও পয়েন্ট সমান ২৮, তবে আজকের ম্যাচে পয়েন্ট পেলে তারা এককভাবে দ্বিতীয় স্থানে উঠে আসবে।
শেষ কয়েক রাউন্ডে দ্বিতীয় ও তৃতীয় স্থানের লড়াই জমে উঠবে বলেই ধারণা করা যাচ্ছে। দ্বিতীয় স্থানের লড়াইটা আকর্ষনীয় হওয়ার কারণ এএফসিতে খেলা। মোহামেডান চ্যাম্পিয়ন হলেও তাদের ক্লাব লাইসেন্সিং না থাকার কারণে এএফসিতে খেলা অনেকটাই অনিশ্চিত। ফলে দ্বিতীয় স্থানে থাকা দল এএফসিতে খেলার সুযোগ পাবে। তাই আবাহনী এবং কিংসের মধ্যে দ্বিতীয় স্থানে টিকে থাকার লড়াইটাও বাড়তি আকর্ষণ যোগ করছে।
এআর/আরইউ