ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

ফুটবল

ইউনাইটেডের রূপকথার রাত, উচ্ছ্বাসে ভাসছেন আমুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
ইউনাইটেডের রূপকথার রাত, উচ্ছ্বাসে ভাসছেন আমুরি ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে লম্বা সময় ধরেই ধুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগের সব গৌরবময় ইতিহাসে পড়েছে জং।

তবে গতকাল রাতে তারা যা করে দেখিয়েছে, তা যেন মনে করিয়ে দেয় আগের সেই ইতিহাস, সেই গৌরব। তাইতো কোচ আমুরি বলছেন, এই রাত সব কিছু ভুলে যাওয়ার।

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে ইউনাইটেড। প্রথম লেগে ফ্রেঞ্চ লিগের দল লিঁওর বিপক্ষে ১-১ ব্যবধানে ড্রয়ের পর শেষদিকে গিয়ে গোল পায় তারা। কিন্তু লিঁও যোগ করা সময়ে খুঁজে নেয় রেড ডেভিলসদের জাল। এই ড্র নিয়েই খেলা গড়ায় দ্বিতীয় লেগে। আর এখানেই ইতিহাস রচনা করে সেমিফাইনালে কোয়ালিফাই করে আমুরির দল।

গতকাল রাতে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইউনাইটেড। বিরতির পর দুই গোল হজম করে তারা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আরও দুই গোল হজম করে তারা। ৪-২ ব্যবধানে পিছিয়ে যাওয়ার বাকি সময়টা তাদের জন্য কেবলই আনন্দের। ১১৪তম মিনিটে ব্রুনো ফের্নান্দেস পেনাল্টি থেকে গোল পান। ১২০তম মিনিটে কবি মেইনু সমতায় ফেরান। আর যোগ করা সময়ে ডিফেন্ডার থেকে ফরোয়ার্ড লাইনে খেলা হ্যারি ম্যাগুইয়ার দলকে পৌঁছে দেন সেমিতে! ৭-৬ গোলের অগ্রগামিতার উল্লাসে ভাসে তারা।  

অথচ নিজেদের লিগে ৩২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তলানিতে। বিবর্ণ সেই পারফরম্যান্স তাই ভুলে যেতে বলেছেন আমুরি। এই জয় ঠিক কেমন অনুভব করছেন তা ভাষায় ঠিকঠাক প্রকাশ করতে পারেননি তিনি। বলেন, ‘শেষ দুটি গোলে (গ্যালারির উল্লাসের) যে আওয়াজ, অসাধারণ অনুভূতি তা। সামনের পথচলায় আমরা লালন করতে পারি সযতনে। এসব কারণেই তো এই খেলাটা আমরা এতটা ভালোবাসি। কোচ হিসেবে এই যে এত হতাশা, মৌসুমজুড়ে এমন বিবর্ণ সময়, বাজে সব মুহূর্ত, সবকিছুই আলিঙ্গন করে নেওয়া যায় এরকম কিছু মুহূর্তের জন্য। ’

বাজে মৌসুম কিছু সময়ের জন্য ভুলে যাওয়ার কথা জানিয়ে আমুরি বলেন, ‘এরকম মৌসুমে এই ধরনের জয় অনেক ফুটবলারকেই সহায়তা করতে পারে (উজ্জীবিত করতে)। সমর্থকদের সঙ্গে ফুটবলারদের বন্ধন পোক্ত হতে পারে এবং কিছু সময়ের জন্য হলেও আমরা ভুলে যেতে পারি, মৌসুমটা আমাদের কেমন যাচ্ছে…। ’

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।