দেশের নারী ফুটবলে চলছিল বিদ্রোহের সুর। কোচ পিটার বাটলারের সঙ্গে অনুশীলন করবেন না বলে জানিয়েছিলেন ১৮ সিনিয়র ফুটবলাররা।
সেখানে রয়েছেন সাবিনা-কৃষ্ণারা। দেশে থাকা ফুটবলাররা অনুশীলনে যোগ দিয়েছেন। যারা দেশে অনুশীলন করছেন তাদের সঙ্গে চুক্তি করা হবে বলে জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
ভুটানে থাকা ফুটবলাররা দেশে ফিরলে দলে যোগ দিলে তাদের সাথে চুক্তি করা হবে বলে জানিয়েছেন কিরণ। তিনি বলেন, ‘যারা দেশে আছেন খেলছেন তাদের সঙ্গে দ্রুতই চুক্তি করা হবে। যারা ভুটানে আছেন তাদের সঙ্গে তো এখন চুক্তি করা যাচ্ছে না। তারা দেশে আসুক দলে যোগ দিক তারপর তাদের সঙ্গেও চুক্তি করা হবে। ’
সামনেই এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচে কোচ যদি ভুটানের লিগে খেলতে যাওয়া কোনো ফুটবলারকে দলে নিতে চায় তবে তাদের খরচ বহন করতে হবে বাফুফেকে। ভুটানে খেলা ফুটবলারদের মধ্যে থেকে কোনো খেলোয়াড়কে কোচ বিবেচনা করেই পারেন বলে মনে করেন কিরণ।
তিনি বলেন, ‘কোচ যে কাউকেই যোগ্য মনে করতে পারেন। তাছাড়া তারা ভুটানের লিগে খেলতে গেছেন। তারা খেলার মধ্যেই আছেন। কোচ তাদের দলে নিতে চাইলে আমি কোনো সমস্যা দেখি না। ’
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এআর/আরইউ