ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন বদলি খেলোয়াড় ইনসান হোসেন, অতিরিক্ত সময়ে তার দুর্দান্ত হেড থেকেই জয়সূচক গোল পায় কিংস।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ছিল ১-১ সমতায়। অতিরিক্ত সময়েও প্রথমার্ধে গোল হয়নি। এরপর ১১২তম মিনিটে রাকিব হোসেনের দুর্দান্ত ক্রসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে হেডে গোল করেন ইনসান। বসুন্ধরার জার্সিতে এটিই তার প্রথম গোল।
গোলের পর আবেগে ভেসে জার্সি খুলে উদযাপন করেন তিনি, যার ফলে দেখেন একটি হলুদ কার্ড। তবে এমন ম্যাচ নির্ধারণী গোলের পর সেই কার্ড যেন উৎসবেই হারিয়ে যায়!
আগামী ২২ এপ্রিল ফাইনালে বসুন্ধরার প্রতিপক্ষ আবাহনী লিমিটেড। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ।
এর আগে প্লে-অফে আবাহনীর বিপক্ষেও নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ছিল গোলশূন্য। শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে কোয়ালিফায়ারে নেমে আসতে হয় কিংসকে।
আজ রহমতগঞ্জের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে কিংস। যদিও সুযোগ নষ্টে হতাশ করেন ফরোয়ার্ডরা। ১০ মিনিটে রহমতগঞ্জের মোস্তফা কাহরাবার শট গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের হাত ছুঁয়ে পোস্টে লাগে। ১৩ মিনিটে হুয়ান লেসকানো গোলরক্ষককে একা পেয়েও ফয়সাল আহমেদ ফাহিমের কাটব্যাক থেকে গোল করতে ব্যর্থ হন। ৪১ মিনিটে মোরসালিনের ফ্রি কিকও সামান্য ব্যবধানে বাইরে চলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই লেসকানোর ভলি পোস্টে লেগে ফিরে আসে।
৭৫ মিনিটে কিংস গ্যালারিতে নেমে আসে স্তব্ধতা, যখন সোলেমন কিংয়ের গোলে রহমতগঞ্জ ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে বেশিক্ষণ সেই আনন্দ ধরে রাখতে পারেনি তারা। সাত মিনিট পরই সাদ উদ্দিনের নিখুঁত প্লেসিং শটে সমতা ফেরায় কিংস।
ম্যাচের ১১১তম মিনিটে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। রহমতগঞ্জ গোলকিপার আহসান বিপু হঠাৎ করেই পোস্ট ছেড়ে ডাগআউটের দিকে চলে যান। ধারণা করা হচ্ছে, গ্যালারি থেকে তাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছিল, যা তিনি মেনে নিতে পারেননি। এরপর রেফারি ও পুলিশ পরিস্থিতি শান্ত করেন।
সব নাটকীয়তা ছাপিয়ে ইনসানের সেই জয়সূচক গোলই বসুন্ধরাকে তুলেছে ফাইনালে। অনেকদিন পর স্থানীয় কোনো ফুটবলারের পা থেকে এমন সৌন্দর্য্যপূর্ণ গোল দেখল দেশের ফুটবল।
এবার ফাইনালে আবারও সেই আবাহনী। জয় পেলে চতুর্থ ফেডারেশন কাপ শিরোপা উঠবে বসুন্ধরা কিংসের ঘরে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমএইচএম