ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

ফুটবল

আল-ইত্তিহাদের কাছে হেরে আল-নাসরের অবনমন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, মার্চ ১০, ২০২৩
আল-ইত্তিহাদের কাছে হেরে আল-নাসরের অবনমন

সৌদি প্রো লিগে ছন্দেই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। জিতেছেন টুর্নামেন্টটির মাসসেরার পুরস্কারও।

কিন্তু গতকাল রাতে হোঁচট খেয়েছে তার ক্লাব আল নাসর। আল ইত্তিহাদের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে গেছে দলটি।

বৃহস্পতিবার রাতে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল ইত্তিহাদের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে আল নাসর। ইত্তিহাদের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোমারিনহো।  

গত মাসে সবমিলিয়ে রোনালদো চার ম্যাচ খেলে দুইটি হ্যাটট্রিকের পাশাপাশি করেছেন ৮ গোল। ছন্দে থাকা এই ফুটবলারকে তাই সৌদি প্রো লিগের মাসসেরা নির্বাচিত করা হয়েছে। অথচ গতকাল রাতে একটিও লক্ষ্যে শট ছিলো না এই তারকার। দলকে হারতে হয় বাজেভাবে।  

এই জয়ে ২০ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে ইত্তিহাদ। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে রোনালদোর ক্লাব আল নাসর। তিনে থাকা আল শাবাবের পয়েন্ট ৪৩।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।