ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

ফিচার

যে পথে যায় না কেউ!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩০, জানুয়ারি ২৩, ২০১৫
যে পথে যায় না কেউ! ছবি: সংগৃহীত

ঢাকা: বিভিন্ন সিনেমায় আমরা দেখেছি অন্ধকার থমথমে রাস্তায় পথিক হেঁটে যাচ্ছে। আশপাশে গাছের সারি ছাড়া আর কিছুই নেই।

নিস্তব্ধ কোলাহল বিবর্জিত সেই রাস্তা। গা ছমছমে ভাব। হঠাৎ যেন সামনে এসে পড়লো কোনও ছায়ামানবী। আবার নিমিষেই মিলিয়ে গেল হাওয়ায়। কি গা শিউরে উঠছে তো!

হুম! ভয় পাওয়ারই কথা। কারণ আজ আমরা যাবো সেই সব পথ ধরে যেসব পথ বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে কম ব্যবহৃত হয়েছে। চলুন যাত্রা শুরু করি।

এসব ভূতুড়ে রাস্তাগুলোর ছবি আয়ারল্যান্ডের পেনিনসুলা, ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট ও স্কটল্যান্ডের হেবরিডস থেকে তোলা। ছবিগুলো তুলেছেন চলচ্চিত্র নির্মাতা, ফটোগ্রাফার ও শিল্পী অ্যান্ডি লি।


নর্দান আয়ারল্যান্ডের সারিবদ্ধ গাছবেষ্টিত এই পথটির নাম ‘দ্য ডার্ক হেডজ’। সিনেমা ও ড্রামা সিরিজের শুটিংয়ের জন্য ব্যবহৃত হয় রাস্তাটি।


এই রাস্তাটিকে প্রায়ই দেখা যায় এইচবিও চ্যানেলের সিরিজগুলোতে। কিংসরোড নামের এই পথটি অষ্টদশ শতাব্দিতে তৈরি করা হয়েছিল।


দক্ষিণ আয়ারল্যান্ডের এই রাস্তাটির ছবি দেখে কি রহস্যময়ই না লাগছে!


স্কটল্যান্ডের ইসলে অফ স্কাই।


পশ্চিম আয়ারল্যান্ড থেকে তোলা এই ছবিটি সম্পর্কে লি বলেন, হারিয়ে যাওয়াই আনন্দ পাওয়ার আধখানি।


লি উপন্যাসের বুলি আওড়ালেন, জায়গার অভাব নেই কিন্তু যাওয়ার কোনো জায়গাই নেই।


তিনি তার এই সিরিজের নাম দিয়েছেন জ্যাক কারোয়াকের বিখ্যাত উপন্যাসের নামে। ‘অন দ্য রোড: দেয়ার ওয়াজ নোয়্যার টু গো বাট এভরিহয়ার। ’

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।