ঢাকা: প্রতিবেদনের ছবিগুলো দেখে হয়তো চোখ কচলে নিচ্ছেন, মানুষের শরীর কীভাবে এভাবে মুড়িয়ে-গুটিয়ে ফেলা যায়? এ কীভাবে সম্ভব? আপনার কাছে অসম্ভব হলেও তা সম্ভব করেছেন রাশিয়ান তরুণী জ্লাতা (২৮)।
ph_1
অসাধারণ এ শারীরিক কসরতের জন্য রাশিয়ান এ অ্যাথলেট ২০১৫ সালের ক্যালেন্ডারের পাতায় স্থান করে নিয়েছেন।

ph_2
জ্লাতার শরীর গোটানোর এ কসরত দেখলে মনে হবে, আধুনিক ভাস্কর্যের নতুন এক শিল্প। তারওপর সোনারঙ মেখেছেন কোনো চিত্রশিল্পী।

ph_3
এমন অসংখ্য কসরতে জ্লাতা ভেঙেছেন অনেক রেকর্ড। রেকর্ড ভাঙা এসব ছবিই স্থান পেয়েছে ক্যালেন্ডারের পাতাজুড়ে।

ph_4
তবে, এই সাধুবাদের মঞ্চে দাঁড়াতে কম পরিশ্রম করতে হয়নি জ্লাতাকে। মাত্র চার বছর বয়স থেকেই এতে অভ্যস্ত হতে চর্চায় নামেন তিনি।

ph_5
জ্লাতা নামে পরিচিত হলেও আসল নাম জুলিয়া গুয়েনথেল। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। বসবাস করছেন জার্মানিতে।

ph_6
বিশ্বজুড়ে অগণিত ভক্তদের ক্রিসমাসের অভিনন্দন জানিয়ে এ সুন্দরী বলেন, বিশ্বাস রাখুন, আসছে বছরে আপনাদের জন্য আরও চমক রয়েছে।

ph_7
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪