ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

ফিচার

বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল যে ৫ ছবি

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪০, অক্টোবর ৬, ২০১৪
বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল যে ৫ ছবি ছবি: সংগৃহীত

ঢাকা: সহস্র পৃষ্ঠার একটি প্রতিবেদনের চেয়েও একটিমাত্র ছবি অনেক বেশি বার্তাবাহক। সহস্র পৃষ্ঠার প্রতিবেদন লাগে ‍না, একটিমাত্র ছবিই পুরো বিশ্বকে আলোড়িত করে দিতে পারে।



বিশ্ব বিবেককে স্তব্ধ করে দেওয়া এমন পাঁচটি ছবি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া।

প্রথম ছবিতে দেখা যায়, কাঁটাতারের বেড়া আলগা করে একটি শিশুকে এ পাশ থেকে ওপাশে পার করা হচ্ছে

দ্বিতীয় ছবিতে দেখা যায়, কোনো সংঘর্ষ বা সহিংসতার ঘটনায় রাস্তার ওপর গুলির খোসার স্রোত বয়ে গেছে

তৃতীয় ছবিতে দেখা যায়, এক ব্যক্তিকে গাছে ঝুলিয়ে বেধড়ক পিটিয়ে চলেছেন এক ব্যক্তি। আর জটলা পাকিয়ে তা দেখছেন গ্রামবাসী। সম্ভবত কোনো অপরাধের কারণে ওই ব্যক্তিকে এই শাস্তি দেওয়া হচ্ছে।

চতুর্থ ছবিতে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর একদল সদস্যকে একাই প্রতিরোধের মুখে ফেললেন এক নারী। নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য ঢাল দিয়ে ধাক্কা দিয়ে গেলেও একপায়ে ঠেস দিয়ে তাদের প্রাণপণ ঠেকিয়ে যাচ্ছেন ওই নারী।

পঞ্চম ছবিতে দেখা যায়, বোমার আঘাতে যুদ্ধবিধ্বস্ত কোনো অঞ্চলের একটি শিশুর দু’হাত উড়ে গেছে। মারাত্মক আঘাত লেগেছে নাড়িভুড়িতেও। বাঁচবে নাকি মরবে, হয়তো শিশুটিও জানে না। কিন্তু বাঁচলে তার ভবিষ্যত কী হবে- এনিয়েই মুখে রাজ্যের চিন্তা দেখা গেল তার মুখে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।