ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

ফিচার

মাশরুমের জাদুর দুনিয়া-২

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৭, সেপ্টেম্বর ২৯, ২০১৪
মাশরুমের জাদুর দুনিয়া-২ ছবি: সংগৃহীত

ঢাকা: ‘আমার নাম স্লাভা। আমি একজন আলোকচিত্রী।

ফটোগ্রাফির পর মাশরুমই আমার দ্বিতীয় নেশা। ’ নিজের সম্পর্কে এভাবেই বলেন ভিয়াচেস্লাভ মিশচেঙ্কো।

জানা যায়, বাবাই তার ফটোগ্রাফির অনুপ্রেরণা। দীর্ঘদিন ধরে স্লাভা প্রকৃতি ও বণ্যপ্রাণীদের ছবি তুলে থাকেন। তবে তার ধ্যান-জ্ঞান ওই মাশরুমই।

শোনা যাক তার মুখেই, ভাবুন কোনো এক গ্রীষ্মের ভোরে আপনি সুন্দর একটি বনে। আপনার চারিদিকে কেবল শান্তি আর নির্জনতা। আপনার সামনেই জেগে উঠছে বন। প্রথমেই পাখির কলতান, তারপর ব্যাংয়ের ডাক কিংবা কাঠঠোকরার ঠকঠক। এরকম পরিবেশ ফ্রেমবন্দি করার সৌভাগ্য হয়েছে আমার।

আর মাশরুম নিয়ে তার ভাবনা, মাশরুমকে আমার কেন জানি ভিনগ্রহ থেকে আসা এলিয়েন মনে হয়। এমনকি একটি সাধারণ মাশরুমকেও অসাধারণ লাগে। তাদের জাদুর জগতে আমার বহুদিনের আসা-যাওয়া। মাশরুমের সাথে আমার ক্যামেরার বিশেষ ভ্রমণ আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই।

তাহলে আর কী! আলোকচিত্রী যখন বলেই দিয়েছেন, তখন আর দেরি করে লাভ কী! ঘুরে আসা যাক মাশরুমের জাদুর জগতে। এ পর্বে থাকছে ১০টি ছবি।

দুই মাশরুম কপোত-কপোতী।

মাশরুম চূড়ায় পিঁপড়া।

যেন মাশরুমেই ঘরবসতি।

যেন মায়ের পাশে দাঁড়িয়ে আছে মাশরুম ছানা।

শামুকের খেলাঘর।

পেটমোটা মাশরুম।

যেন মহিষের মাথায় শিং, শিংয়ের উপর পিঁপড়ে।

ললিপপ মাশরুম।

দেখ আমার সিংহাসন!

মাশরুমের মাথায় ব্যাং।

মাশরুমের জাদুর দুনিয়া-১

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।