ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

কুকুরের পেটে ৪৩ মোজা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, সেপ্টেম্বর ৭, ২০১৪
কুকুরের পেটে ৪৩ মোজা!

ঢাকা: তিন বছর বয়সী কুকুর ডেনের অবস্থা গুরুতর! তার মনিব দ্রুত তাকে স্থানীয় পোর্টল্যান্ড পশু হাসপাতালে নিয়ে গেলেন। সেখান থেকে জরুরি বিভাগ।

কি হয়েছে ডেনের?

হাসপাতালের ডা. অ্যাশলে ম্যাগি এক্স-রে করে দেখলেন, তার পেটে কিসের যেন জড়ানো-পাকানো একটি পোটলার মতো। বের করতেই দেখা গেল, এটি একটি মোজার দলা। তাও একটি দু’টি নয় ৪৩টি মোজা! চিবিয়ে, গিলে মোজাগুলো পেটে ঢুকিয়েছে ডেন।

হাসপাতালটির মুখপাত্র শনা হার্চ জানান, তাদের হাসপাতালের ইতিহাসে এমন বিরল দৃশ্য আগে কখনো দেখা যায়নি।


সম্প্রতি ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। হাসপাতালে ভর্তি হওয়ার একদিন বাদেই চিকিৎসকের পরামর্শে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে তার মনিবের কোনো মন্তব্য পাওয়া না গেলেও, ডেন সুস্থ আছে বলেই জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।