ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

ফিচার

শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি

ফটো : কাশেম হারুন, ডেপুটি চিফ অব ফটো করেসপন্ডেন্ট; ফটো স্টোরি : শুভ্রনীল সাগর, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩০, সেপ্টেম্বর ৩, ২০১৪
শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শরৎ লিখতেই চোখের সামনে ভেসে ওঠে ঝকঝকে নীলাকাশ। আর অনিঃশেষ নীলের মাঝে পেজা তুলোর মতো মেঘ।

যেন প্রাণের দরজায় কোনো অতিথি এলো।

প্রকৃতিজুড়ে আনন্দ গান। শিশিরে, শস্যে কানাকানি পড়ে গেছে। ব্যাকুলতার সুর মানবপ্রাণেও। মন আজ সাদা মেঘের সঙ্গী। সূর্যের আলোর সঙ্গে তার লুকোচুরি খেলা।

কী, উড়বেন? তাহলে কেন আটকে রাখা মনকে! ছেড়ে দিন, কোথাও তার হারাবার নেই মানা।

বলতে পারেন, কোথায় উড়বেন! উত্তর- কোথায় আবার, আকাশে। সেক্ষেত্রে ওড়ার দায়িত্ব আপনার আর আকাশের দায়িত্ব আলোকচিত্রী কাশেম হারুনের।

শরতের নির্মল আকাশ তিনি জড়ো করেছেন ক্যামেরার ফ্রেমে। টুকরো টুকরো আকাশগুলো জুড়ে নিন, পেয়ে যাবেন আপনার আকাশ।


আকাশে মেঘের ভেলা

নীল আর পাতার মাঝে মেঘের আড়াল

নগরে নেমে এসো উড়ো মেঘ

তারকাঁটা পেরিয়ে কাছে এসো মেঘ

আজ মেঘের সঙ্গে প্রাণের খেলা

মেঘেকে মাটির গল্প শোনায় গাছ

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।