ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

ফিচার

তৈলাক্ত বাঁশ বাওয়ার খেলা ‘পানজাট পিনাং’

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪১, সেপ্টেম্বর ১, ২০১৪
তৈলাক্ত বাঁশ বাওয়ার খেলা ‘পানজাট পিনাং’ ছবি: সংগৃহীত

ঢাকা: উদ্ভট আনুষ্ঠানিকতায় নিজেদের স্বাধীনতা দিবস পালন করেন ইন্দোনেশিয়ানরা। এদিন দেশটি তাদের ঐতিহ্য অনুযায়ী উদ্ভট সব খেলায় তাদের দ্রুততা ও শক্তি প্রকাশ করে।



১৯৪৫ সালের ১৭ আগস্ট নেদারল্যান্ডের ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয় ইন্দোনেশিয়া।

স্বাধীনতা দিবসের তেমনই একটি খেলা হলো তেলমাখা লম্বা খুঁটি বেয়ে উপরে ওঠা। স্থানীয় ভাষায় খেলাটির নাম হলো ‘পানজাট পিনাং’। কারও একার পক্ষে এটি বেয়ে ওপরে ওঠা সম্ভব নয়। তাই কয়েকজন মিলে একটি দল করা হয়।

মূলত একজন আরেকজনের কাঁধে উঠে খুঁটির মাথায় যাওয়ার চেষ্টা করেন। তাই সবাইকেই খুব শক্ত হয়ে থাকতে হয়।

খুঁটির মাথায় বাঁধা থাকে একটি বাইসাইকেল। সবার আগে উপরে উঠে সাইকেলটি নিচে নামিয়ে আনতে হয়। আর এ সাইকেলটিই প্রথম পুরস্কার। এছাড়া খুঁটির সঙ্গে ইলেকট্রিক পণ্য, শুকনো খাবারও থাকে।

প্রথম স্থান অধিকার করতে না পারলেও খেলায় অংশ নেওয়া সব প্রতিযোগীদের জন্য খাবার দেওয়া হয়।

খেলাটিতে নারী‍রা অংশ নিতে পারে না। তবে তাদের জন্য বস্তা দৌড় প্রতিযোগিতা থাকে। এছাড়া মার্বেল দৌড়, ফুটবল খেলারও ব্যবস্থা করা হয় স্বাধীনতা দিবসে।  

বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।