ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

ফিচার

বিবারের গানে ভাল্লুক থেকে রক্ষা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, আগস্ট ৫, ২০১৪
বিবারের গানে ভাল্লুক থেকে রক্ষা!

ঢাকা: বিশ্বব্যাপী জাস্টিন বিবারের লাখো ভক্ত থাকতে পারে, কিন্তু ভক্ত যদি হয় ভাল্লুক, তাহলে একটু অবাক হতেই হয়!

তার গান শুনে ভাল্লুকের নিশ্চিত আক্রমণ থেকে বেঁচে গেল এক জেলে।

ঘটনাটি এমন- ইগর ভরোঝবিৎসিন নামের এক জেলে উত্তর রাশিয়ার ইয়াকুটিয়া রিপাবলিক নামের একটি জায়গায় মাছ ধরছিলেন।

এটি তার প্রিয় মাছ ধরার জায়গা।

এসময় একটি ভাল্লুক তাকে আক্রমণ করে। তিনি তো ধরেই নিয়েছিলেন যে, এ যাত্রায় আর বাঁচবেন না! হঠাৎ তার মোবাইলটি পড়ে গিয়ে বিবারের ‘বেবি’ গানটি বেজে ওঠে।

মজার ব্যাপার হলো, গান শুনে ভাল্লুকটি ৪২ বছরের এই জেলেকে ছেড়ে দিব্যি লেজ নাড়াতে নাড়াতে বনে চলে যায়! খবর ডেইলি মেইল।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মত, গান শুনে সচকিত হয়ে ভাল্লুকটি আক্রমণ থামিয়ে দেয়।

তারা বলেন, রিং টোনটি ভাল্লুকের জন্য অপ্রত্যাশিত একটি শব্দ ছিল। মাঝে মাঝে এরকম অপ্রত্যাশিত শব্দের শক ভাল্লুকের রাগকেও থামিয়ে দিতে পারে।

এ ঘটনায় ইগরের বক্তব্য, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে, ফোনের কারণে সে আমাকে ছেড়ে দেয়! আমি জানি এ ধরনের গান সবার রুচির নয়। আমার নাতনি মজা করে এটি ফোনে ঢুকিয়ে দিয়েছিল।

ভাগ্যিস তার নাতনি মজা করে বিবারের গানটি ঢুকিয়ে দিয়েছিলেন। তার বদৌলতেই তো তিনি আজ বেঁচে আছেন!

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।