ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

দাম বাড়িয়ে লোডশেডিং হলে লাভ কি?

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, মার্চ ১৯, ২০১৪
দাম বাড়িয়ে লোডশেডিং হলে লাভ কি?

ঢাকা: কুমিল্লা নাঙ্গলকোট থেকে আফজাল হোসেন জানান, লোডশেডিং না থাকলে বিদ্যুতের দাম বাড়ালেও কোনো সমস্যা  নেই। দাম বাড়িয়ে লোডশেডিং হলে লাভ কি?

তিনি বলেন, কয়েকদিন আগে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী দাবি করেন দেশে এক সেকেন্ডও লোডশেডিং নেই।

তাহলে তাদের বাড়িতে কয়েকঘন্টা ধরে বিদ্যুৎ নেই কেন তা তিনি জানতে চান।

তিনি বলেন, শুধু বিদুতের দাম বৃদ্ধি নয়। বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সরঞ্জামাদির দাম অত্যন্ত চড়া। সম্প্রতি একটি ট্রান্সমিটার বদলানোর জন্য তাকে ৩০ হাজার টাকা ব্যয় করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।