ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

ওপেনিং জুটি ও ভালো ফিল্ডিং এর উপায় জানতে চান মাহমুদুর

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, মার্চ ১৪, ২০১৪
ওপেনিং জুটি ও ভালো ফিল্ডিং এর উপায় জানতে চান মাহমুদুর

ঢাকা: ক্রিকেটে টাইগারদের ওপেনিং জুটি ও ফিল্ডিং ভাল করার উপায় জানতে চেয়ে প্রশ্ন করেছেন মাহমুদুর  রহমান ভুইয়া।

শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ প্রশ্ন করেন।



এক ই-মেইল বার্তায় তিনি বলেন, টিম হিসেবে বাংলাদেশ অনেক ভাল। ওপেনিং জুটিটা ভালো খেললে রানও ভালো আসে।
 
তিনি আরো বলেন, আমরা সব সময় দেখেছি বাংলাদেশ ক্রিকেট টিম ওপেনিং জুটি ভালো করলে ২৬০-এর ওপরে রান হয়েছে। কিন্তু ফিল্ডিং খারাপ হওয়ায় তারা জিততে পারেন না।

বাংলাদেশের একজন সমর্থক হয়ে এটা মানতে পারছেন জানিয়ে এর সমাধান জানতে চান মাহমুদুর রহমান ভুইয়া।
 
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।