ঢাকা: অতি দ্রুত তারেকের প্রত্যাবর্তন জরুরি বলে মত দিয়েছেন মাদারীপুর জেলার শিবচরের সোহাগ। তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
বাংলানিউজের ‘নাগরিক মন্তব্য’র সঙ্গে আলাপে এই পাঠকের কাছে জানতে চাওয়া হয়েছিল বিএনপির কাছে তার প্রত্যাশার কথা। তিনি বলেন, জাতীয়তাবাদের আদর্শ নিয়ে এগিয়ে যাবে, দলটি এমনটিই প্রত্যাশা তার।
আন্দোলন-সংগ্রাম সম্পর্কে সোহাগ বলেন, অতি দ্রুত আন্দোলন-সংগ্রামে গিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো উচিত।
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি সঠিক কাজটি করেছে বলেও তার মত।
তারেকের রাজনীতিতে প্রত্যাবর্তন সম্পর্কে তিনি বলেন, তৃণমূলের রাজনীতিকে উজ্জীবিত করার জন্য অবশ্যই তারেকের রাজনীতিতে প্রত্যাবর্তন জরুরি।
বিএনপি জিয়াউর রহমানের আদর্শের থেকে বিচ্যুত হয়নি বলেও মনে করেন এই শিক্ষার্থী
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪