ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

নাগরিক মন্তব্য:

তৃণমূল কর্মী নিয়ে ঢাকা মহানগর কমিটির পরামর্শ রাজীব’র

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
তৃণমূল কর্মী নিয়ে ঢাকা মহানগর কমিটির পরামর্শ রাজীব’র

ঢাকা: তৃণমূল পর্যায় থেকে যারা ছাত্রদলের রাজনীতি করে এসেছেন তাদের সঙ্গে নিয়ে ঢাকা মহানগর কমিটি তৈরির পরামর্শ দিয়েছেন মোহাম্মদপুরের বাসিন্দা রাজীব।

 

বিভিন্ন সময় যারা দলে ঢুকেছেন তাদেরকে বাদ দেওয়ারও পরামর্শ দেন তিনি।

 

 

দেশের সাধারণ নাগরিকের মন্তব্য কি তা জানতে ও জানাতে বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র পক্ষ থেকে ‘নাগরিক মন্তব্য’ শিরোনামে বিশেষ আয়োজনে তিনি এ পরামর্শ দেন।  

 

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সঠিক ছিলো বলে মনে করেন রাজীব।

 

তারেক রহমানের প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে তার দেশে ফেরা উচিত।  

 

বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে কিছুটা বিচ্যুত হয়েছে বলেও মন্তব্য তার।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।