ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ফিচার

শূন্যে রঙিন দুরন্তপনা

ফটো: কাশেম হারুন<br>ক্যাপশন স্টোরি: মাজেদুল নয়ন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, সেপ্টেম্বর ১২, ২০১৩
শূন্যে রঙিন দুরন্তপনা

ঢাকা: শূন্যে ঘুরতে থাকে লাটিম। লাটিমের ঘূর্ণনে ঘোরে শিশুর চোখ, মাথা, পুরো শরীর।

বাতাসে ঘোরা লাটিমের দিকে তীক্ষ্ণ নজর, ঘুরতেই ঘুরতেই চলে আসে হাতের তালুতে। তালুতেও ঘুরতে থাকে রঙিন লাটিম। শৈশবও যেন ঘুরতে থাকে লাটিমের সঙ্গে।
Feature
১০ জনের দল। সবচেয়ে ছোটটির পরনে হাফ প্যান্ট, বয়স ৭ কি ৮। খালি পা আর গায়ে জমে আছে ধুলো। বয়সে যে দু’জন বড়, তাদের  একজনের পরনে জিন্স প্যান্ট, শার্ট আর আরেকজনের পরনে লুঙ্গি-শার্ট। দশজনের দলে এ দু’জনের পরনেই কেবল জুতা।
 Feature
লাটিম ঘুরানোর দলে অন্য শিশুদের কারো পরনে লুঙ্গি, কারোবা ফুল প্যান্ট, তবে বেশিরভাগেরই উদোম শরীর।

শৈশবের এ দুরন্তপনায় ভাবনা নেই। কোথাও যাওয়ার তাড়া নেই। বুধবার হাতিরঝিলে এভাবে নিজেদের খেলায়ই মত্ত ছিলো ওরা।  
Feature
দুই
কালো হাফপ্যান্ট পরে খালি গায়ে ছোট্ট ছেলেটি। হাঁটুতে দু’হাত ভর করে রুকুতে যাওয়ার মতো উবু হয়ে আছে। তার বান্ধবী লাল ফ্রক পড়া মিষ্টি মেয়ের বয়স আট বা নয়ের বেশি হবে না। ছেলেটির কুঁজো হওয়া পিঠের ওপর দু’হাতে ভর করে শরীরকে শূন্যে লাফিয়ে পার হয় শিশুর দল।
Feature
দুরন্ত শৈশব যেন কোন বাধা মানে না। পুষ্টি-অপুষ্টি, ভাল-থাকা মন্দ থাকা নিয়ে ভেবে ভেবে তাল কাটে না এ শৈশবের।
 Feature
হাতিরিঝিলে একটি ওভারপাশের নিচেই জমেছে শিশুদের এই দুরন্তপনা।
রাজধানীর শহুরে মেজাজ এ শৈশবকে বাঁধতে পারেনি। নিজেরাই বের করে নিয়েছে স্বপ্ন নিয়ে খেলার মাঠ।

বাংলাদেশ সময় ১২০৫ ঘণ্টা; সেপ্টেম্বর ১২, ২০১৩
এমএন/জেডএম/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।