ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

নিলামে উঠছে হিটলারের বহু অপ্রকাশিত ছবি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, ডিসেম্বর ৮, ২০১০
নিলামে উঠছে হিটলারের বহু অপ্রকাশিত ছবি

এডলফ হিটলারের অপ্রকাশিত শত শত আলোকচিত্র ব্রিটেনে নিলামে উঠবে আগামী মাসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আগে হিটলারের ব্যক্তিগত আলোকচিত্রী হেনরিখ হফম্যান এই ছবিগুলো তুলেছিলেন।



হফম্যানের তোলা এই ছবিগুলো তালিকায় রয়েছে ১৯৩৪ সালে নুরেমবার্গে দলীয় মিছিলে হিটলার, ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক এবং মুসোলিনির সঙ্গে এই নাৎসি নেতা।

ছবির ৯০০ নেগেটিভ এবং ৬০০ স্টিল এক জার্মান ভদ্রলোক তাদের কাছে হস্তান্তর করেছেন বলে দাবি করেছেন নর্থহাম্পটনশায়ারের নিলাম প্রতিষ্ঠান জে পি হামবার্টের একজন মুখপাত্র।

লক্ষাধিক পাউন্ডে ছবিগুলো বিক্রি হবে এমনটিই আশা করছেন নিলাম-প্রতিষ্ঠান। ২০১১ সালের ১৮ জানুয়ারি ছবিগুলো নিলামে উঠবে বলেও তারা আশা করেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫৪১, ডিসেম্বর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।