ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ফিচার

সন্দেহ করবেন না, নতুন সুযোগ আসবে

রাশিফল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৮, আগস্ট ৪, ২০২৫
সন্দেহ করবেন না, নতুন সুযোগ  আসবে

অকারণে সন্দেহ করবেন না। দিনটি কাজের ক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আসবে।

ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। নিজের প্রতি বিশ্বাস রাখুন। অপ্রয়োজনীয় খরচ আপনার অর্থনৈতিক দিক দুর্বল করতে পারে। বৃশ্চিক রাশির বিষয়ে জ্যোতিষশাস্ত্র আজকের দিনটির জন্য এমনই বার্তা দিচ্ছে।  

আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক কিছুই ঘটে। সে ঘটনা ভালো-মন্দ দুই হতে পারে। দিনটি কেমন যাবে তার আগাম আভাস দেয় জ্যোতিষশাস্ত্র। কেমন কাটবে আজকে আপনার দিন? জেনে নিন আজকের রাশিফল ।

মেষ রাশি: আগামিকাল বাড়ির কোনও কাজে অতিরিক্ত পরিশ্রম হতে পারে। তাড়াহুড়ো করে কোনও কাজ শেষ করার চেষ্টা করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। স্বাস্থ্য ভালোই থাকবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া আগে পরিবারের সঙ্গে আলোচনা করুন।

বৃষ রাশি: আগামিকাল এই রাশির জাতক-জাতিকাদের জন্য চ্যালেঞ্জ নিয়ে আসবে। নিজের উপর বিশ্বাস রাখুন। বিচলিত হবেন না। সমস্যা থেকে না পালিয়ে সেটার মোকাবিলা করুন।

মিথুন রাশি: অনেক দিনের পরিকল্পনা আগামিকাল বাস্তব রূপ পাবে। অফিসে কর্তাদের কথা মন দিয়ে শুনুন। কাজে তাড়াহুড়ো করবেন না। কারও সঙ্গে খারাপ ভাষায় কথা বলবেন না, তা থেকে বড় সমস্যা সৃষ্টি হতে পারে।


কর্কট রাশি: আগামীকাল এই রাশির জন্য গতানুগতিক দিন। অফিসে কাজের চাপে ক্লান্ত হয়ে যেতে পারেন। দিনের শেষে কোথাও ঘুরতে যান। স্বাস্থ্য ভালোই থাকবে। কোনও সমস্যার মুখোমুখি হতে পারেন। তবে নিজের বুদ্ধি বলে তা কাটিয়ে উঠবেন।

সিংহ রাশি: সোমবার খুশির খবর নিয়ে আসবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে। কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরুন। পরিবারকে সময় দিন। স্বাস্থ্য ভালোই থাকবে। অর্থনৈতিক অবস্থাও ঠিক থাকবে।

কন্যা রাশি: ছোট ছোট বিষয়গুলি এরিয়ে যাবেন না। শান্ত থাকুন। মুহূর্তে বাঁচুন। অতিরিক্ত চিন্তাভাবনা করবেন না। দিনটি আপনার অনুকূলেই থাকবে। পরিবারের সঙ্গে দিন কাটান।

তুলা রাশি: আপনার কাছে নতুন সুযোগ আসতে পারে। গোপন কথা স্ত্রীর থেকে লুকাবেন না। অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। সাবধানে চলাফেরা করুন। স্বাস্থ্য ভালো থাকবে। বাইরের খাবার এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি: অকারণে সন্দেহ করবেন না। দিনটি কাজের ক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আসবে। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। নিজের প্রতি বিশ্বাস রাখুন। অপ্রয়োজনীয় খরচ আপনার অর্থনৈতিক দিক দুর্বল করতে পারে।

ধনু রাশি: অহেতুক কারও সঙ্গে ঝামেলায় জড়াবেন না। মনের কথা শুনুন। কোনও কাজ ফেলে রাখবেন না। দিনের কাজ দিনেই শেষ করুন। দিনটি শুভ।  

মকর রাশি: অফিসে অতিরিক্ত চাপ সামলাতে হতে পারে। একটা মানুষ সব করতে পারে না, তা আপনাকে বুঝতে হবে। তাই নিজে যে কাজটি পারেন তাতেই মনোযোগ দিন।

কুম্ভ রাশি: সহকর্মীদের কোনও সিদ্ধান্ত মেনে নিতে না পারলে রুষ্ট হবেন না। হাসি মুখে কথা বলুন। আগে নেওয়া কোনও পদক্ষেপ আজকে খুশির খবর নিয়ে আসবে। রাস্তাঘাটে সাবধানে চলা ফেরা করুন।

মীন রাশি: অফিসে সুনাম বৃদ্ধি পাব়ে। বসের সুনজের পড়তে পারেন। তবে আবেগে ভেসে যাবেন না। স্বাস্থ্য ভালো থাকবে। এই রাশির পড়ুয়াদের আরও পরিশ্রম করতে হবে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।