নেত্রকোনা: চৈত্র সংক্রান্তি উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ার আঙ্গারোয়া গ্রামে চলছে ব্যতিক্রমী ‘খনার মেলা’। এ মেলায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন—গান, কবিতা, বাউল সংগীত, কিচ্ছাপালা, গাইন গীত, শ্লোক পাঠসহ কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, জীবনধারা ও জ্যোতির্বিদ্যা নিয়ে বিশেষ আলোচনা।
রোববার (১৩ এপ্রিল) এ মেলার উদ্বোধন হয়। আয়োজক হিসেবে রয়েছেন মঙ্গলঘর পরিসর। আঙ্গারোয়া গ্রামের উঠান মঞ্চে আয়োজিত এ মেলা স্থানীয়সহ পার্শ্ববর্তী জেলার মানুষের ব্যাপক সাড়া ফেলেছে।
দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়েছেন দেশের খ্যাতনামা শিল্পীরা— কফিল আহমেদ, কৃষ্ণকলি ও তার দল, সমগীত, সহজিয়া, চিৎকার ব্যান্ড, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতি, তরুণ শিল্পী ফয়সল, উদয়, সুমন, হৃদয় প্রমুখ। এ ছাড়া গান পরিবেশন করেন প্রখ্যাত বাউল সুনীল কর্মকার, প্রবীণ কৃষক-বাউল মিয়া হোসেন ও শেফালি গায়েন। ‘জল ভালা ভাসা/মানুষ ভালা চাষা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত বিশেষ আলোচনা পর্বে বক্তব্য রাখেন গবেষক ও লেখক পাভেল পার্থ, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান, কবি আহমেদ নকিব, লেখক ও সংস্কৃতি সংগঠক বাকি বিল্লাহ, শিল্পী ও সংগঠক বীথি ঘোষ, কবি আসমা বীথি,সংস্কৃতিকর্মী আবুল কালাম আল আজাদ, লোক-সাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, মঙ্গলঘরের প্রধান সংগঠক বদরুন নূর চৌধুরী লিপন, শিল্পী কফিল আহমেদসহ আরও অনেকে।
এ আয়োজন শুধু একটি মেলা নয়, এটি একটি লোকজ ঐতিহ্য ও চেতনার মিলনমেলা, যেখানে গান, গল্প আর আলোচনার ছায়ায় গ্রামীণ জীবনের মূর্ত প্রতিচ্ছবি তুলে ধরা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এএটি