ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

রাজবাড়ীতে এক বোটায় ১২ লাউ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, এপ্রিল ১৩, ২০২২
রাজবাড়ীতে এক বোটায় ১২ লাউ! এক বোটায় ১২ লাউ।

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খাটিয়াগাড়া গ্রামে মো. বাচ্চু খানের বাড়িতে একটি লাউ গাছে এক বোটায় ১২টি লাউ ধরেছে।

বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

একই বোটায় ১২টি লাউ দেখতে বাচ্চু খানের বাড়িতে ভিড় জমাচ্ছেন নানা বয়সের উৎসুক মানুষ।
 

লাউ গাছের মালিক মো. বাচ্চু খান জানান, লাউ গাছের এক বোটায় ১২টি লাউ ধরেছিল। ইতোমধ্যে ৫টি কেটে বিক্রি করা হয়েছে। বাজার থেকে বীজ কিনে লাউ গাছটি লাগানো হয়। তবে এটা কি জাতের বীজ তা বলতে পারবো না।

স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী জানান, এক বোটায় এতো লাউ এর আগে দেখেনি। বাচ্চু খানের বাড়ির গাছে একই বোটায় ১২টি লাউ ধরেছে বিষয়টি জানাজানি হওয়ায় এখন অনেকেই দেখতে আসছেন।

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার হোসেন জানান, প্রকৃতির কারণে এমনটা হতে পারে। তবে এটা অস্বাভাবিক। এ অঞ্চলে সাধারণত একটি বোটায় একটি করেই লাউ ধরে থাকে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।