ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

বেনাপোলে দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৫, মে ১৪, ২০২০
বেনাপোলে দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে গ্রামবাসী।

বুধবার (১৩ মে) বিকেলে কৃষকরা ধান কাটার সময় ধান গাছে ভেতর মেছো বাঘের বাচ্চা দুটি দেখতে পায়।

এদিকে মেছো বাঘ উদ্ধারের খবর পেয়ে গ্রামটিতে দূর-দূরান্তের মানুষ ভিড় করছে।

এর আগেও কয়েকবার বেনাপোল সীমান্ত থেকে মেছো বাঘ উদ্ধার করে গ্রামবাসী পরে বন বিভাগের কর্মকর্তারা নিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটোনাস্থল থেকে মেছো বাঘ দুটি উদ্ধার করা হয় এবং বন বিভাগে খবর দেওয়া হয়। পরে তারা এসে মেছো বাঘের বাচ্চা দুটি উদ্ধার করে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, মে ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।