ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

কক্সবাজারে শাবকসহ ৪ মেছো বাঘ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, ফেব্রুয়ারি ১১, ২০১৮
কক্সবাজারে শাবকসহ ৪ মেছো বাঘ উদ্ধার  আটক মেছা বাঘ ও শাবক

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলীর ঝরঝরি কুয়া এলাকা তিনটি শাবকসহ মেছোবাঘ উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা নেচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার নেতারা।

রোববার (১১ ফেব্রুয়ারি) ভোরে রোহিঙ্গা মৌলভী আনোয়ার করিমের  অস্থায়ী চৌকি থেকে উদ্ধার করা হয়।  
সেভ দ্যা নেচার অব বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আসাদুজামান সায়েম জানান, ভোরে বনে ফাঁদ পেতে মেছো বাঘ ও তার তিন শাবক ধরেন স্থানীয় রোহিঙ্গা মৌলভী আনোয়ার।

পরে খবর পেয়ে তোর চৌকি থেকে এলাকাবাসীর সহায়তায় বাঘ ও শাবক ছানা তিনটি উদ্ধার করা হয়।

সন্ধ্যার দিকে বাঘ ও শাবকগুলো কক্সবাজার বন বিভাগকে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির বলেন, মেছোবাঘ ও শাবকগুলো চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
টিটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।