ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

উদ্ধার চিতা ও সিংহ শাবক গাজীপুর সাফারি পার্কে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৯, নভেম্বর ১৪, ২০১৭
উদ্ধার চিতা ও সিংহ শাবক গাজীপুর সাফারি পার্কে উদ্ধার হওয়া দুটি সিংহ শাবক

গাজীপুর: যশোর থেকে উদ্ধার করা চিতা বাঘের দুটি শাবক ও সিংহের দুটি শাবক গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোরে চিতা ও সিংহ শাবকগুলো সাফারি পার্কে নেওয়া হয়।

পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. আনিসুর রহমান জানান, পাচার করার সময় সোমবার (১৩ নভেম্বর) যশোর থেকে দুটি চিতা বাঘের শাবক ও দুটি সিংহ শাবক উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো আদালতের মাধ্যমে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এরপর বন বিভাগ শাবকগুলোকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠায়।  

আনিসুর রহমান আরও জানান, চিতা ও সিংহের শাবকগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সিংহ শাবক দুটির বয়স প্রায় আড়াই মাস এবং চিতা শাবক দুটির বয়স প্রায় দেড় মাস।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
আরএস/এমজেএফ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।