ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

লক্ষ্মীপুরে জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৮, জুলাই ২৩, ২০১৭
লক্ষ্মীপুরে জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ লক্ষ্মীপুরে জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে জেলেদের ইলিশের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে।

শনিবার (২২ জুলাই) বিকেলে মাছটিকে এক নজর দেখার জন্য অনেকেই স্থানীয় জেলে নেছার উদ্দিনের বাড়িতে ভিড় জমায়।

নেছার বাংলানিউজকে জানান, সকালে ইলিশ ধরতে নদীতে জাল ফেলি।

ঘণ্টা দেড়েক পর জাল তুলতে গেলে ইলিশের সঙ্গে বিরল প্রজাতির এ মাছটি উঠে আসে। মাছটি সাদা-কালো ডোরাকাটা; শক্ত আঁশে ঢাকা। ওজন প্রায় ৭০০ গ্রাম।

নেছার তার বাড়িতে মাছটি সংরক্ষণ করে রেখেছেন। মেঘনা নদীতে থেকে ধরা পড়া রিবল প্রজাতির ওই মাছটি দেখতে স্থানীয় উৎসক লোকজন ওই বাড়িতে ভিড় জামাচ্ছে।

স্থানীয় লোকজন ও মেঘনা নদীর জেলেরা জানান, এর আগে নদীতে বিরল প্রজাতির এমন মাছ ধরা পড়েনি। মাছটির বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানানো হয়েছে।

তবে এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০৬০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।