ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

মাছ ধরা নৌকা ও ট্রলার গভীর সাগরে যেতে মানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫২, আগস্ট ২৫, ২০২৫
মাছ ধরা নৌকা ও ট্রলার গভীর সাগরে যেতে মানা সংগৃহীত ফটো

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তাই মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) আবহাওয়া অফিস এমন নির্দেশনা দিয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভরীর সাগরে বিচরণ না করার জন্য বলা হচ্ছে।

ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।