ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

বান্দরবানে উদ্ধার দুটি রাজ ধনেশ পাঠানো হলো ডুলাহাজরা সাফারি পার্কে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, আগস্ট ৭, ২০২৫
বান্দরবানে উদ্ধার দুটি রাজ ধনেশ পাঠানো হলো ডুলাহাজরা সাফারি পার্কে উদ্ধার দুটি রাজ ধনেশ

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নের এক ব্যক্তির কাছ থেকে দুটি রাজ ধনেশ উদ্ধার করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পাখি দুটির স্বাস্থ্য পরীক্ষা শেষে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে।

বান্দরবান বন বিভাগের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে গত ২ জুলাই থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নের একটি বাড়ি থেকে দুটি রাজ ধনেশ উদ্ধার করা হয়। ওই বাড়িতে এক ব্যক্তি পাখি দুটি বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন।  

উদ্ধার রাজ ধনেশ দুটি আকারে ছোট ছিল। পরে স্বাস্থ্যরক্ষা ও লালন-পালন শেষে ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানোর ব্যবস্থা করে জেলা বন বিভাগ।  

বন বিভাগের কর্মকর্তারা বলছেন, পার্বত্য জেলা বান্দরবানের বন ও বন্যপ্রাণী রক্ষায় এই ধরনের কার্যক্রম নিয়মিত চলবে।

বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান দুটি রাজ ধনেশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বান্দরবানে খুব দ্রত সীমান্ত সড়ক নির্মিত হচ্ছে। বন ও বন্যপ্রাণী রক্ষায় নতুন আরও চারটি অফিস স্থাপনের কাজ শুরু করা হবে।

নতুন চারটি অফিস স্থাপনের ফলে সীমান্ত এলাকার বন ও বন্যপ্রাণী অনেকটাই নিরাপদ থাকবে বলে আশা এই কর্মকর্তার।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।