লালমনিরহাট: লালমনিহাটের পাটগ্রাম উপজেলায় ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় ঝড় আঘাত হানে।
এদিকে ঝড়ের কবলে পড়ে লন্ডভন্ড হয়েছে ভুট্টা খেত। বাতাসে ভুট্টা গাছ গেলে মাটির সঙ্গে মিশে গেছে। এছাড়া শাক-সবজি ও আম-লিচুসহ বিভিন্ন ফলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পাটগ্রাম পৌর এলাকার কলেজ মোড়ের একাব্বর আলী বলেন, হঠাৎ ঝড়ে আমার ঘর উল্টে দুমড়ে মুচড়ে গেছে। কোনো রকমভাবে পরিবারের লোকজন নিয়ে জানে বেঁচে গেছি। আমি একজন দিনমজুর, ভাঙা ঘর কীভাবে ঠিক করবো বুঝতে পারছি না।
পাটগ্রাম কলেজ মোড়ের ব্যবসায়ী সাদ্দাম, রাসেল, রবিউল বলেন, ঝড়ের কবলে আমাদের ১২/১৩টি দোকানের টিন ও বেড়া উড়ে গেছে। ভিজে নষ্ট হয়েছে দোকানের মালপত্র। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।
পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে ক্ষতিগ্রস্তদের তালিকা চাওয়া হয়েছে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইকুল আরিফিন বলেন, ঝড়ে ভুট্টার ক্ষতি হয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণ করতে উপজেলা কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তাদের জন্য বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হবে।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এসআই