ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

আবারও কমল পঞ্চগড়ের তাপমাত্রা, রেকর্ড ৯.৫ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৬, জানুয়ারি ৩০, ২০২৫
আবারও কমল পঞ্চগড়ের তাপমাত্রা, রেকর্ড ৯.৫ ডিগ্রি

পঞ্চগড়: দুদিন আগেও তাপমাত্রার পারদ বেড়ে ১০ থেকে ১১ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করলেও আবার শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ নেমে গিয়ে দাঁড়িয়েছে ৯ ডিগ্রির ঘরে।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। জেলার ওপর দিয়ে আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে বেলা বাড়ার পর সকাল ১০টা নাগাদ বাড়তে শুরু করে তাপমাত্রা।  

দেখা গেছে রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে গেছে সড়ক মহাসড়কগুলো। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। ঠান্ডা বাতাসের কারণে অনুভূত হচ্ছে কনকনে শীত। সূর্য উঁকি দেওয়ার চেষ্টা করলেও ঘন কুয়াশার কারণে উষ্ণতা ছড়াতে পারেনি। এতে সকালে বাইরে খুব বেশি মানুষের উপস্থিতি দেখা যায়নি।  

এদিকে শীতের কারণে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, গেল কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়লেও আজ তা কমে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।