ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

‘ভাইকিং’র ২৫ বছর পূর্তিতে নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, নভেম্বর ১০, ২০২২
‘ভাইকিং’র ২৫ বছর পূর্তিতে নতুন গান

পথচলার ২৫ বছর উপলক্ষে বৃহস্পতিবার (১০ নভেম্বর) নতুন গান প্রকাশ করছে ব্যান্ডদল ‘ভাইকিং’। গানের শিরোনাম ‘হয়তো’।

ব্যান্ডের স্বনামের ইউটিউব চ্যানেল থেকে গানের ভিডিও প্রকাশ করা হবে।

জানা যায়, দলটির সদস্যদের পরিকল্পনায় তৈরি হয়েছে গানের ভিডিও। গানটির কথা ও সুর করেছেন মাহবুব চৌধুরী।

ব্যান্ডের দলনেতা তন্ময় তানসেন বলেন, ‘আমাদের ২৫ বছর উদযাপনটা বেশ বড় আয়োজনেই করতে চেয়েছিলাম। কিন্তু নানা জটিলতায় সেটা সম্ভব হয়নি। এই গানও আমরা উদযাপনের একটা অংশ হিসেবে ধরে নিচ্ছি। এই ধরনের গান আমাদের কম করা হয়। কী ধরনের গান সেটা শ্রোতারা শুনলে বুঝবে। ’

ভাইকিংস গঠিত হয় ১৯৯৭ সালে। তবে মতবিরোধ ও অভিমানের কারণে ২০০৩ সালে দলটি নিষ্ক্রিয় হয়ে যায়। ১০ বছর পর ২০১৩ সালে তন্ময়ের ‘রানআউট’ সিনেমার মাধ্যমে গানে ফেরে ভাইকিংস।  

ব্যান্ড ভাইকিং-এর লাইনআপ: তন্ময় তানসেন-ভোকাল, আজমাইন আদিল-গিটার, শিমুল আজহার-বেজ গিটার, ফারুক হোসাইন-গিটার, মাহবুব চৌধুরী-কিবোর্ড ও মিতা সুশী-ড্রামস।    

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।