ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

নজর কাড়লেন ‘লেডি বাউন্সার’ তামান্না!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, সেপ্টেম্বর ৬, ২০২২
নজর কাড়লেন ‘লেডি বাউন্সার’ তামান্না! তামান্না ভাটিয়া

ভারতের দক্ষিণী সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম তামান্না ভাটিয়া। ‘হান্ড্রেড পারসেন্ট লাভ’, ‘তাড়কা’ থেকে ‘বাহুবলী’র মতো ব্লকবাস্টারের অভিনয় করেছেন তিনি।

এবার পর্দায় হাজির হতে যাচ্ছেন ‘লেডি বাউন্সার’ হয়ে।

সোমবার মুক্তি পেয়েছে অ্যাকশন বিনোদনধর্মী ‘বাবলি বাউন্সার’ সিনেমার ট্রেলার। সিনেমাটিতে একজন নারী বাউন্সারের চরিত্রে অভিনয় করেছেন তামান্না।  

আড়াই মিনিটের এই ট্রেলার তুলে ধরা হয়েছে বাউন্সার বাবলির জীবনকাহিনীর কিছু ঝলক। বাউন্সার হিসাবে সাধারণত পুরুষদেরই কাজ করতে দেখা যায় । সেই পেশায় একজন মহিলা কীভাবে নিজেকে মানিয়ে নেন, সেটাই দেখা যাবে এই সিনেমায়।  

চরিত্রের সঙ্গে তমান্না বেশ সুন্দরভাবে মানিয়ে নিয়েছেন নিজেকে, তার যথেষ্ট আভাস রয়েছে ট্রেলারে। রয়েছে কমেডির স্রোতও।  

আসছে ২৩ সেপ্টেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘বাবলি বাউন্সার’। সিনেমাটি পরিচালনা করেছেন দায়িত্বে রয়েছেনপরিচালক মধুর ভাণ্ডারকর ৷ 

তামান্না ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সৌরভ শুক্লা, অভিষেক বাজাজ এবং সাহিল বৈদসহ অনেকে। এটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে।  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।